দ্য ওয়াল ব্যুরো: রাজনীতির ময়দানে শেষ পর্যন্ত পাশা কার দিকে ঘুরবে, তা শুধু সময়ের অপেক্ষা। বিহার আজ দাঁড়িয়ে রাজনৈতিক টানাপোড়েনের এক চূড়ান্ত সন্ধিক্ষণে (Bihar Assembly Election 2025)। শুক্রবার সকাল ৮টা থেকে শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত বিধানসভা ভোট গণনা (Bihar Assembly Election 2025 vote count) । চোখ এখন একটাই প্রশ্নে, নীতীশ কুমার কি রেকর্ড পঞ্চমবারের জন্য মুখ্যমন্ত্রীর আসনে ফিরবেন, নাকি মহাগঠবন্ধনের হাত ধরে রাজ্যে আসবে পালাবদল (NDA vs Mahagathbandhan result)?