দ্য ওয়াল ব্যুরো: নিম্নচাপের ছায়া ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। ফলে একটানা ভারী বৃষ্টির সম্ভাবনার ইঙ্গিত মিলেছে রাজ্যের নানা প্রান্তে। একদিকে উত্তরের পাহাড়ি জেলাগুলোয় শুরু হয়েছে বৃষ্টির দাপট, অন্যদিকে দক্ষিণে তৈরি হচ্ছে বৃষ্টির অপেক্ষা, যে কোনও মুহূর্তে নেমে আসতে পারে দুর্দান্ত বর্ষণ।