দ্য ওয়াল ব্যুরো: ভারতের সঙ্গে ইজরায়েলের সম্পর্ক খুবই ভাল। সম্প্রতি ইরানের সঙ্গে সংঘাত (Iran Israel Conflict) বাড়ায় সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শুক্রবার রাতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোনও করেছিলেন। কিন্তু ঠিক একদিনের মাথাতেই বড় ভুল করে ফেলল ইজরায়েল সেনাবাহিনী (IDF)। ভারতের ভুল মানচিত্র (Wrong Map of India) প্রকাশ করল তাঁরা! যদিও এ নিয়ে সমালোচনা শুরু হওয়ায় দ্রুত ক্ষমাও চেয়ে নিয়েছে আইডিএফ।