দ্য ওয়াল ব্যুরো: ২১ জুলাইয়ের শহিদ মঞ্চ থেকে নির্বাচন কমিশনকে সরাসরি কড়া বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ কথা, “বাংলার ভোটার লিস্টে কারচুপি হলে রাস্তায় নামবে তৃণমূল। প্রয়োজনে দিল্লি পর্যন্ত আন্দোলন হবে ।”
দ্য ওয়াল ব্যুরো: ৫০ বছরেরও বেশি সময় ধরে কোচবিহারের দিনহাটায় বসবাস করছেন রাজবংশী সম্প্রদায়ের উত্তম কুমার ব্রজবাসী। তাঁর কাছে বৈধ পরিচয়পত্রও রয়েছে। তবু তাঁকে 'বিদেশি' তথা 'অবৈধ অনুপ্রবেশকারী' সন্দেহে এনআরসি (NRC) নোটিশ পাঠিয়েছিল অসমের ফরেনার্স ট্রাইবুনাল। ওমনি ফোঁস করে উঠেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মমতা বলেছিলেন, “এ হল গণতন্ত্রের উপর পরিকল্পিত আঘাত। অসমের বিজেপি সরকার কোনও সাংবিধানিক ক্ষমতা ছাড়াই বাংলায় এনআরসি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।" আর অভিষেকের কথায়, “এটা পিছনের দরজা দিয়ে বাংলায় এনআরসি চালুর অপচেষ্টা
দ্য ওয়াল ব্যুরো: রাত পোহালেই ২১ জুলাই। তৃণমূল কংগ্রেসের ঐতিহাসিক দিন। মূলত, এই দিনই নির্ধারিত হয় তৃণমূলের আসন্ন রণকৌশল। আগামীতে ঠিক কোন পথ ধরে এগবে তৃণমূল আভাস মেলে ২১ এর মঞ্চে। শহরের বিভিন্ন প্রান্তে চলছে ২১ জুলাইয়ের প্রস্তুতি। কোথাও বাঁধা হয়েছে মঞ্চ, কোথাও বা চলছে জমায়েত। ধর্মতলার পাশাপাশি শহরের অন্যতম স্টেডিয়াম গীতাঞ্জলিতেও জোরকদমে চলছে শহিদ স্মরণের আয়োজন।
তিনি মুখ খুললেই বিতর্ক। বিতর্কিত মন্তব্যের জেরে কখনও পেয়েছেন শোকজ নোটিশ আবার কখনও পেয়েছেন সতর্কবার্তা। এবারও তার অন্যথা হয়নি। কথা হচ্ছে হুমায়ুন কবিরকে নিয়ে। সম্প্রতি ২১ জুলাইয়ের প্রস্তুতিসভার মঞ্চ থেকে আরও একবার বিস্ফোরক মন্তব্য করে উত্তাপ ছড়ালেন। ১৫ অগস্ট পর্যন্ত দেখবেন, এরপর 'অলআউট' লড়াইয়ে নামবেন।