দ্য ওয়াল ব্যুরো: একটা সময় হরর মানেই ভূত, প্রেত, ছায়া আর রহস্যের জালে আটকে থাকা গল্প। কিন্তু সময় বদলেছে, রীতিও পাল্টেছে। এবার বাংলা সিনেমায় পা রাখছে এমন এক ঘরানা, যা এতদিন শুধু হিন্দি বা বিদেশি ছবিতেই দেখা গিয়েছে — ‘হরর স্ল্যাশার’। আর সেই ছবি ঘিরেই তুমুল চর্চা— নাম ‘ভুগুন’।
#REL