দ্য ওয়াল ব্যুরো: "একদিন যে লোকটা ভগবান হয়ে উঠেছিল, রিকশা, অটোর পিছনে 'তুমি ভগবান, তুমি ভগবান' লিখে যার পোস্টার পড়ত, সেই তিনিই এখন শয়তান হয়ে গিয়েছেন।" তৃণমূলের সংহতি দিবসের অনুষ্ঠানে নাম না করে প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Abhijit Ganguly) কটাক্ষ করলে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (TMC Kalyan Banerjee)।