দ্য ওয়াল ব্যুরো: এসএসসির ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে 'দাগি' শিক্ষকদের নাম ও রোল নম্বর (SSC Tainted List)। এই তালিকা সামনে আসতেই প্রকাশ্যে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য। আগামী মাসে নিয়োগ প্রক্রিয়ার যে পরীক্ষা হওয়ার কথা, তাতে আবেদন করেছিলেন 'দাগি'দের সিংহভাগই। এবার তালিকা মিলিয়ে তাঁদের অ্যাডমিট বাতিল করল স্কুল সার্ভিস কমিশন।