দ্য ওয়াল ব্যুরো: দেশের জিএসটি সংস্কার এখন লোকমুখে ঘুরছে। কোন জিনিসের কত দাম কমছে বা বাড়ছে, সেই নিয়ে চর্চায় ব্যস্ত আম জনতা। কিন্তু রাজনৈতিক দলের নেতারা গুরুত্বপূর্ণ কয়েকটি রাজ্যের নির্বাচনকে মাথায় রেখে এই নিয়ে রীতিমতো মাঠে নেমে পড়েছেন। কেন্দ্রীয় সরকারের জিএসটি সংস্কার নিয়ে গেরুয়া শিবিরকে আক্রমণ করে একাধিক মন্তব্য করেছে কংগ্রেস। এই কর ব্যবস্থায় যে তাঁদের দলের কৃতিত্ব রয়েছে, সেই দাবিও করা হয়েছে।