দ্য ওয়াল ব্যুরো: আগামী সপ্তাহেই বীরভূমের (Birbhum) কোর কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসবেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী (Subrata Bakshi)। ইতিমধ্যেই তাঁদের কলকাতায় ডেকে পাঠানো হয়েছে। ১৪ জুন তৃণমূল ভবনে ডেকে পাঠিয়েছেন রাজ্য সভাপতি। অনুব্রত-বিতর্কের মধ্যেই এই বৈঠক ঘিরে কৌতূহল সব মহলে।
২০২২ সালে গরু পাচার মামলায় তৎকালীন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) গ্রেফতারির পর বীরভূমের দায়িত্ব কার্যত নিজের কাঁধেই তুলে নেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সংগঠনের কাজ দেখার জন্য তিনিই একটি দল গঠন করে দিয়েছিলেন।
#REL