দ্য ওয়াল ব্যুরো: ১৮ তারিখ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। দুর্গাপুরে তাঁর সভা করার কথা রয়েছে। সেই অনুষ্ঠানে ডাক পেয়েছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এই খবর নিয়ে তো চর্চা চলছেই। এদিকে তিনি সভামঞ্চে থাকবেন কিনা, তা নিয়েও কৌতূহল। এসবের মাঝে সংবাদমাধ্যমে দিলীপ জানান, দলীয় কর্মী হিসেবেই তিনি প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যাবেন। কোনও পদাধিকারী হিসেবে নয়। তাই মঞ্চে থাকা বা না থাকা, তাঁর কাছে কোনও গুরুত্ব পাচ্ছে না।