দ্য ওয়াল ব্যুরো: কোচ পেপ গুয়ার্দিওলার (Pep Guardiola) হাজারতম ম্যাচ, গ্যালারিতে উচ্ছ্বাস আর পারফরম্যান্সে নিরঙ্কুশ দাপট—সব মিলিয়ে মাঠে নেমে একেবারে নিখুঁত দিন কাটাল ম্যানচেস্টার সিটি (Manchester City)। শনিবার এতিহাদে (Etihad Stadium) লিভারপুলকে (Liverpool) ৩-০ ব্যবধানে হারিয়ে সোজাসুজি বার্তা দিল—খেতাবের দৌড়ে তারাই আর্সেনালের (Arsenal) একমাত্র প্রতিদ্বন্দ্বী।