দ্য ওয়াল ব্যুরো: রেকর্ড পাল্টানো যায় না। খোদাই করা থাকে। ইতিহাস বলবে, ইংল্যান্ড সফর ড্র করে বাড়ি ফিরেছে টিম ইন্ডিয়া। আর সেই দলের অধিনায়ক শুভমান গিল। দলনায়ক হিসেবে অভিষেক সিরিজে এমন সাফল্য ঈর্ষণীয়। তরুণ বাহিনীকে একসূত্রে গেঁথে দল পরিচালনার যে নমুনা পেশ করেছেন বছর পঁচিশের শুভমান, তা প্রশংসার যোগ্য।
কিন্তু এতকিছুর পরেও আগামী টেস্ট সফরের জন্য পাকাপোক্ত দল তৈরি করতে পারেনি টিম ম্যানেজমেন্ট। প্রথম একাদশ নিয়ে এখনও ধোঁয়াশা, প্রশ্ন। সওয়াল উঠেছে, কে দায়িত্ব নিয়ে দল বাছাই করেছে? অধিনায়ক নাকি কোচ? বাকি বাইরের কেউ?