দ্য ওয়াল ব্যুরো: ইজরায়েলের পার্লামেন্টে (Israel) সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) ভাষণ চলাকালীন হইচই পড়ে গেল। গাজা শান্তিচুক্তি (Gaza truce speech) ঘোষণার সেই ঐতিহাসিক সভায় এক বামপন্থী (Leftist) ইজরায়েলি সাংসদ হঠাৎই নিজের আসন থেকে ‘প্যালেস্তাইনকে স্বীকৃতি দাও’ (Recognise Palestine) লেখা ব্যানার দেখাতে শুরু করেন। সঙ্গে সঙ্গেই নিরাপত্তারক্ষীরা তাঁকে এবং আরেক সদস্যকে চেম্বার থেকে বের করে দেন।