দ্য ওয়াল ব্যুরো: ইনস্টাগ্রামের একটি পোস্টে ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফ একসঙ্গে জানিয়েছেন— তারা বাবা-মা হতে চলেছেন। “On our way to start the best chapter of our lives with hearts full of joy and gratitude,”—এই সরল কিন্তু আন্তরিক লাইনে ভর করে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। তবে সেই সঙ্গেই ঘনিয়েছে গুঞ্জনও। কারণ আর কিছুই নয়, ক্যাটরিনার বয়স।
