দ্য ওয়াল ব্যুরো: নিজের ৮ বছরের মেয়েকে চরম মারধর (Assult) করছেন যুবক। মাটিতে ফেলে মারার পাশাপাশি দেওয়ালে মাথা ঠুকে দিচ্ছেন তিনি! সম্প্রতি এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় (Social Media) ছড়িয়ে পড়ে। তা দেখে পুলিশেরও ঘুম উড়ে যায়। সঙ্গে সঙ্গে ভিডির সূত্র ধরে ওই যুবককে আটক করেছিল তারা। তবে অভিযুক্তর দাবি, ওটা প্র্যাঙ্ক ভিডিও (Prank Video) ছিল।