দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানে এদেশের খবর দেওয়া ও পাক গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগসাজসের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ট্রাভেল ভ্লগার জ্যোতি মালহোত্রাকে। হেফাজতে নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করছে ও তদন্ত শুরু করেছে হরিয়ানা পুলিশ। এই পরিস্থিতিতে দেশে রীতিমতো তাঁর কর্মকাণ্ডে হইচই পড়েছে। জানা যাচ্ছে, এই ট্রাভেল ভ্লগারকে রাজ্যের পর্যটন প্রোমোট করার জন্য কিছুদিন আগেই নিয়ে যাওয়া হয়েছিল কেরলে। সরকারি তত্ত্বাবধানে রেখে তাঁকে ঘোরানো বিভিন্ন জায়গায়।