দ্য ওয়াল ব্যুরো: কলকাতার খাদ্যরসিকরা নানান রাজ্যের খাবার খেতে ভালবাসেন। আর তাঁদের রসনাকে তৃপ্তি দিতে হোটেল রেস্তরাঁগুলো মাঝেমধ্যেই বিভিন্ন রাজ্যের অথেনটিক পদ সাজিয়ে ফেস্টিভ্যাল করে। এখন 'ভিভান্তা'য় চলছে কেরল কোস্টাল ফুড ফেস্টিভ্যাল। মেনুতে রয়েছে কেরলের ডেলিকেসি। চলবে ২২শে জুন অবধি। কী কী পদ রয়েছে জানতে দেখুন ভিডিও।