দ্য ওয়াল ব্যুরো: দেশের রাজধানী (Delhi) প্রায়শই মহিলাদের জন্য সবচেয়ে বিপজ্জনক শহর বলে চিহ্নিত হয়। অথচ কেরলের (Kerala) আইনজীবী ও সমাজকর্মী বিন্দু আম্মিনির (Bindu Ammini) আশ্রয় মিলেছে এখানেই। নিজের রাজ্যে আর থাকা সম্ভব হয়নি তাঁর পক্ষে।
দ্য ওয়াল ব্যুরো: কেরল প্রদেশ কংগ্রেস কমিটির (Kerala Pradesh Gongress) সোশ্যাল মিডিয়া প্রধানের (Social Media Head) পদ থেকে ইস্তফা (Resign) দিলেন ভি টি বলরাম (VT Balaram)। কংগ্রেসের সরকারি এক্স হ্যান্ডল থেকে ‘বিড়ি-বিহার’ নিয়ে করা একটি বিতর্কিত পোস্ট ঘিরে তীব্র সমালোচনার মুখে পড়েই তিনি সরে দাঁড়ালেন।
দ্য ওয়াল ব্যুরো: ভারতের স্বাস্থ্য ব্যবস্থায় এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে দেশের উত্তর-পূর্ব রাজ্য মণিপুর (Manipur)। সাম্প্রতিক স্যাম্পল রেজিস্ট্রেশন সিস্টেম (SRS) রিপোর্ট অনুযায়ী, মণিপুরে প্রতি ১ হাজার জীবিত শিশুর মধ্যে মাত্র ৩ জনের মৃত্যু হয়েছে (Infant mortality rate) – যা দেশকে স্বাস্থ্যের ক্ষেত্রে নতুন শীর্ষে নিয়ে এসেছে।
দ্য ওয়াল ব্যুরো: কেরালার ত্রিশূর জেলার একটি বেসরকারি স্কুলের এক শিক্ষিকার বিরুদ্ধে 'সাম্প্রদায়িক মন্তব্য' করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ, তিনি মুসলিম পড়ুয়াদের ওনাম উৎসবে অংশ না নেওয়ার জন্য পরামর্শ দিয়েছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে স্কুলের ভেতরে এবং বাইরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে।
ডেমোক্রেটিক ইয়ুথ ফেডারেশন অফ ইন্ডিয়া (DYFI)-এর অভিযোগের ভিত্তিতে কাদাবল্লুরের সিরাতুল উলুম ইংলিশ স্কুলের শিক্ষিকা খাদিজার বিরুদ্ধে এই মামলা করা হয়েছে। ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ তাকে এবং তার মন্তব্যকে সমর্থন করা অন্য একজন শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করেছে।
দ্য ওয়াল ব্যুরো: কেরালার এক প্রভাবশালী রাজনৈতিক দলের যুবনেতার বিরুদ্ধে আপত্তিকর বার্তা পাঠানোর গুরুতর অভিযোগ এনেছেন অভিনেত্রী ও প্রাক্তন সাংবাদিক রিনি অ্যান জর্জ। তিনি জানান, ওই নেতা তাঁকে একাধিকবার একটি হোটেলে আমন্ত্রণ জানিয়েছিলেন। রিনি তার দলকে বিষয়টি জানানোর হুমকি দিলে, ওই নেতা তাকে চ্যালেঞ্জ জানান। রিনি অবশ্য রাজনৈতিক দল বা নেতার নাম সরাসরি উল্লেখ করেননি।
দ্য ওয়াল ব্যুরো:লিওনেল মেসিকে (Lionel Messi) ঘরের ছেলে বলেই মনে করেন ভারতীয়রা। তাঁদের শয়নে-স্বপনে মেসি। তাঁরা মেসির দুঃখে কাঁদেন, মেসির আনন্দে মাতোয়ারা হয়ে ওঠেন। মেসির খেলা থা
দ্য ওয়াল ব্যুরো:প্রায় ৬ দশক আগের কথা। উত্তর কেরলের কান্নুর জেলার বাসিন্দা ডাঃ এ গোপালন নাম্বিয়ারের ঘরেও দ্বিতীয় প্রজন্মের ডাক্তার হলেন তাঁর ছেলে। নাম্বিয়ারের সেই আমলে বেশ নামডাক ছিল। তিনি একদিন সদ্য ডাক্তার ছেলে রায়রুকে ডাকলেন কাছে। বললেন, যদি জীবনে টাকা কামানোই লক্ষ্য হয়, তাহলে অন্য কোনও চাকরি বেছে নাও। বাবার সেই একটা ইঙ্গিতই যুবক ডাক্তারের মনে গেঁথে
দ্য ওয়াল ব্যুরো: 'কেরল খুব শিগগিরই মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্যে পরিণত হতে পারে। হিন্দু নারীরা সন্তান জন্ম দেওয়া কমিয়ে দিলে তা বিপজ্জনক।' সম্প্রতি এমনই মন্তব্য করে বিতর্ক উস্কে দিলেন কেরলের প্রভাবশালী হিন্দু এঝাভা সম্প্রদায়ের নেতা ভেল্লাপল্লি নেতেশন। কোট্টায়মে একটি সভায় তিনি সরাসরি বলেন, হিন্দুদের উচিত আরও বেশি সন্তান নেওয়া এবং একত্র হয়ে রাজনৈতিক ক্ষমতা দখল করা।
দ্য ওয়াল ব্যুরো: শেষ রক্ষা আর হল না। ইয়েমেনে ব্যবসায়িক অংশীদার তথা এক ইয়েমেনি নাগরিককে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত কেরলের নার্স নিমিশা প্রিয়াকে আগামী ১৬ জুলাই ফাঁসিতে ঝোলানো হবে। প্রায় এক দশক ধরে চলা এই আইনি লড়াই, কূটনৈতিক চেষ্টা—সবই ব্যর্থ হয়েছে। শেষ আশাটুকুও আর রইল না।
কেরলের পালাক্কড় জেলার বাসিন্দা নিমিশা পেশায় একজন নার্স। স্বামী টমি থমাস ও কন্যাকে নিয়ে তিনি ২০০৮ সাল থেকে ইয়েমেনে থাকতেন। সেখানে একটি বেসরকারি হাসপাতালে কাজ করতেন তিনি। ২০১৪ সালে স্বামী ও কন্যা ফিরে এলেও, নিজের ক্লিনিক খোলার স্বপ্ন নিয়ে ইয়েমেনে থেকে যান নিমিশা।