দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুর একটি অভিজাত অ্যাপার্টমেন্টে সে কী কাণ্ড! বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করেই এক কাঁঠালগাছে চড়ে বসেন ৩০ বছর বয়সি এক তামিল যুবক। কেবল তামিল ভাষাই বোঝেন তিনি। সম্ভবত মাতাল অবস্থায় ছিলেন বলে জানিয়েছে পুলিশ। তবে কাঁঠাল চুরি কতে যে কেউ এমন টারজান হতে পারেন, তা চোখে না দেখলে বিশ্বাস করাই কঠিন!