দ্য ওয়াল ব্যুরো: ভারত ভ্রমণের স্মৃতি নিয়ে আজই দেশে ফেরার কথা ছিল ব্রিটিশ দম্পতির। সেইমতো আমদাবাদ থেকে এয়ার ইন্ডিয়ার এআই-১৭১ নম্বরের বিমানে চড়েছিলেন জেমি ও ফিয়নগাল। কিন্তু মুহূর্তেই সব জেন ভস্মীভূত হয়ে গেল। আমদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় (Ahmedabad Air India Plane Crash) ২৪২ যাত্রীর মৃত্যুর আশঙ্কা। তাঁদের মধ্যেই দু'জন জেমি ও ফিয়নগাল।