দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশের নর্মদাপুরম জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মা, সদ্যোজাত সন্তান (New Born Baby) এবং পরিবারের আরেক মহিলা সদস্য। সোমবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে যখন প্রসূতিকে নিয়ে অ্যাম্বুল্যান্সটি গ্রামের পথে ফিরছিল।
পিপারিয়া থানার ইনচার্জ গিরীশ ত্রিপাঠী জানান, ২১ বছর বয়সি অঞ্জলি রাজপুত সম্প্রতি ২৬ জুন হাসপাতালে এক পুত্রসন্তানের জন্ম দেন। সন্তান জন্মের পর অঞ্জলি, নবজাতক এবং তাঁর দুই মহিলা আত্মীয় একটি অ্যাম্বুল্যান্সে করে নিজেদের গ্রাম সাররা কিশোরে ফিরছিলেন।
#REL