দ্য ওয়াল ব্যুরো: দলবিরোধী মন্তব্য, একাধিকবার সতর্ক করা হলেও নিজেকে বদলাননি - এই অভিযোগে এবার তৃণমূল কংগ্রেস (TMC) সাসপেন্ড (Suspend) করল হুমায়ুন কবীরকে (Humayun Kabir)। এদিন সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)।
দ্য ওয়াল ব্যুরো: আগামী ৬ ডিসেম্বর বাবরি মসজিদের (Babri Masjid) শিলান্যাস কর্মসূচিকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা মুর্শিদাবাদে (Murshidabad)। এই কর্মসূচির ঘোষণা করে প্রশাসনের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, তাঁকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ রাজ্যকে পাঠিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor Anand Bose)। আর সেই নির্দেশের জবাবে আনন্দ বোসের উদ্দেশে তীব্র রাজনৈতিক ইঙ্গিত ছুড়ে দিলেন হুমায়ুন।
দ্য ওয়াল ব্যুরো: ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে (Humayun Kabir) অবিলম্বে গ্রেফতার করার নির্দেশ পাঠিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose)। আর একই দিনে মুর্শিদাবাদ জেলা প্রশাসনের তরফে তাঁর হাতে পৌঁছল মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee, Meeting) বৃহস্পতিবারের প্রশাসনিক সভার আমন্ত্রণপত্র!
হুমায়ুনের সাফ কথা, “মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে ডাক এসেছে, অবশ্যই যাব। মুখ্যমন্ত্রী যা বলবেন, পালন করব।” রাজ্যপালের নির্দেশ নিয়ে মুখ খুলতে চাননি তিনি।
দ্য ওয়াল ব্যুরো: আগামী ৬ ডিসেম্বর মুর্শিদাবাদে (Murshidabad ) বাবরি মসজিদের শিলান্যাসের ঘোষণা করেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর (Humayun kabir , TMC, Bharatpur Mla)। কিন্তু প্রশাসন তাঁর উদ্যোগে বাধা দিচ্ছে বলে অভিযোগ। যার প্রেক্ষাপটে এবার ৬ ডিসেম্বর মুর্শিদাবাদে জাতীয় সড়ক অবরোধ করার ডাক দিলেন হুমায়ুন। একই সঙ্গে মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও)-র কলার ধরার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
বুধবার সকাল থেকে বেলডাঙায় একটি জমি ঘিরে ফেলার কাজ শুরু হল। জমির মালিক তাজিমুদ্দিন চৌধুরী ওরফে মিলন জানালেন, রাস্তার ধারে তাঁর জমি। এরমধ্যে একদিন গাড়ি করে হুমায়ুন কবীর (Humayun Kabir) এসে দেখে গেছেন। সেটা তাঁর কানে এসেছে। এটাও শুনেছেন এই জমিতে বাবরি মসজিদের (Babri Masjid) শিলান্যাস করতে চান হুমায়ুন। তারপরেই আর সময় নষ্ট করেননি। বুধবার সকাল থেকেই জমি ঘেরার কাজ শুরু করে দিলেন তিনি।
৬ ডিসেম্বর মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করবেন বলে আগেই জানিয়েছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। ইতিমধ্যেই বেলডাঙায় গিয়ে তিনি জায়গাও দেখে এসেছেন বলে খবর। ইতিমধ্যে ওই জায়গায় বাবরি মসজিদের ছবি সহ পোস্টার লাগানো হয়েছে।
দ্য ওয়াল ব্যুরো: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের (WB Polls 2026) আগে হঠাৎ করে রাজ্য রাজনীতি উত্তপ্ত হতে শুরু করেছে বাবরি মসজিদ (Babri Masjid) ইস্যুকে কেন্দ্র করে। মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir) জানিয়েছেন দলের (এখনও তিনি খাতায় কলমে তৃণমূলের বিধায়ক) ডাকা সম্প্রীতি দিবস নয়, তিনি ৬ ডিসেম্বর মুর্শিদাবাদের (Murshidabad) মাটিতে নতুন করে বাবরি মসজিদ তৈরির কাজ শুরু করবেন। তাঁর মন্তব্য সামনে আসতেই তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিজেপি নেত্রী উমা ভারতী (Uma Bharati)।
দ্য ওয়াল ব্যুরো: হুমায়ুন কবীর (Humayun Kabir) মানেই বিতর্ক। এই দলকে হুঁশিয়ারি দিচ্ছেন, তো এই হুঁশিয়ারি দিচ্ছেন জেলার নেতাদের। কাউকে ভাগীরথীর জলে ফেলার কথা বলছেন, তো কারও যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দলের বিরাগভাজন হচ্ছেন। তবে তিনি থামার পাত্র নন। তিনি মনে করেন তিনি অন্যায় পথে থাকেন না, অন্যায়ের সঙ্গে আপোশ করেন না, তাই তিনি বিতর্কিত। তাই তো দ্য ওয়ালকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, মুর্শিদাবাদে তাঁর দল ভোট লুট করেই জিতেছে।