দ্য ওয়াল ব্যুরো: হুমায়ুন কবীর (Humayun Kabir) মানেই বিতর্ক। এই দলকে হুঁশিয়ারি দিচ্ছেন, তো এই হুঁশিয়ারি দিচ্ছেন জেলার নেতাদের। কাউকে ভাগীরথীর জলে ফেলার কথা বলছেন, তো কারও যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দলের বিরাগভাজন হচ্ছেন। তবে তিনি থামার পাত্র নন। তিনি মনে করেন তিনি অন্যায় পথে থাকেন না, অন্যায়ের সঙ্গে আপোশ করেন না, তাই তিনি বিতর্কিত। তাই তো দ্য ওয়ালকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, মুর্শিদাবাদে তাঁর দল ভোট লুট করেই জিতেছে।