দ্য ওয়াল ব্যুরো: প্রেমেরও ফাঁদ পাতা ভূবনে, কো কোথা ধরা পড়ে কে জানে... সত্যিই তাই। মদন দেবতার শরে বিদ্ধ হয়ে কে, কাকে, কখন যে মন দিয়ে বসে, তার কোনও ঠিকঠিকানা নেই। আর সেই মন দেওয়া-নেওয়া যদি সেলিব্রিটিদের মধ্যে হয়, তখন তা হয়ে ওঠে খবর। অবশ্য অনেক সময়ই দেখা যায়, হয়তো এই খবরের সারবত্তা নেই বা অচিরেই বিনাশ হয়েছে সম্পর্কের।