দ্য ওয়াল ব্যুরো: পুলিশের (Kolkata Police) কাজ যে শুধু যান নিয়ন্ত্রণ নয়, নাগরিক জীবনের সুরক্ষা দেওয়াও, সেটাই আরও একবার ধরা পড়ল এই ঘটনায়। চলন্ত বাসে (Bus) অসুস্থ হয়ে পড়া এক বৃদ্ধাকে (Old Woman) সময় মতো হাসপাতালে (Hospital) ভর্তি করা গেল পুলিশি তৎপরতায়। এই কারণেই বলা যায়, কার্যত মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে পেরেছেন ওই মহিলা।