দ্য ওয়াল ব্যুরো: গতবছর ৮ অগস্ট। কলকাতার অন্যতম সরকারি মেডিক্যাল কলেজ আরজি (RG Kar Case) করে টানা ৩৬ ঘণ্টা ডিউটির পর গভীর রাতে ‘চেস্ট ডিপার্টমেন্ট’-এর সেমিনার হলে বিশ্রামে গিয়েছিলেন ৩১ বছরের এক ডাক্তারি ছাত্রী। পরের দিন সকাল ৯ অগস্ট, সেখান থেকেই উদ্ধার হয় তাঁর রক্তাক্ত দেহ। ময়নাতদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য— যৌন নির্যাতনের পর শ্বাসরোধ করে খুন করা হয়েছে তরুণীকে।