দ্য ওয়াল ব্যুরো: আরজি করের নির্যাতিতা ও নিহত মেডিক্যাল ছাত্রীর মায়ের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। ভাল আছেন তিনি, প্রয়োজনীয় সমস্ত চিকিৎসাই হয়েছে এবং তাঁর তরফ থেকে কোনও অভিযোগ নেই। মণিপাল মেডিকা হাসপাতালের তরফে এমনই এক বিবৃতি প্রকাশ করা হয়েছে রবিবার।
দ্য ওয়াল ব্যুরো: নবান্ন অভিযান ঘিরে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ অমান্য করলে কড়া পদক্ষেপ নেবে পুলিশ, এই সতর্কবার্তা আগেই দেওয়া হয়েছিল। শনিবার সারাদিনে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। সাতটি এফআইআর দায়ের করেছে পুলিশ। তবে এখনও গ্রেফতারি শূন্য। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নানা প্রসঙ্গে কথা বললেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা (CP Manoj Verma)।
সিপি জানান, 'এখনও পর্যন্ত সাতজনের বিরুদ্ধে এফআইআর হয়েছে। গ্রেফতারির সংখ্যাটা পাইনি। তদন্ত করে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে হবে কারা হাইকোর্টের অর্ডার অমান্য করেছে।'
দ্য ওয়াল ব্যুরো: নবান্ন অভিযানের (Nabanna Abhijan) পর রাজনৈতিক অস্থিরতা তুঙ্গে। কলকাতা পুলিশ (Kolkata Police) সূত্রে খবর, বিজেপি বিধায়ক অশোক দিন্দা, অগ্নিমিত্রা পাল-সহ একাধিক বিজেপি নেতার (police Seven FIRs , BJP leaders) বিরুদ্ধে মোট সাতটি এফআইআর দায়ের হয়েছে।
পুলিশের দাবি, অভিযানের সময় পাঁচজন পুলিশকর্মী গুরুতর জখম হন। ইতিমধ্যেই জহরলাল নেহেরু রোডে পুলিশের ওপর হামলার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্তকরণের কাজ চলছে।
দ্য ওয়াল ব্যুরো: 'পুলিশ (Police) তুমি যতই মারো, ডিএ কিন্তু বাকি তোমারো', শনিবার রাতে সোশ্যাল মাধ্যমে এমনই কটাক্ষ ছুড়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
নবান্ন অভিযানের (Nabanna Abhijan) দিন পুলিশের লাঠিচার্জের পরই এই বার্তা। পর্যবেক্ষকদের মতে, বকেয়া মহার্ঘ ভাতার প্রসঙ্গ টেনে কৌশলে পুলিশের মধ্যে ক্ষোভ উসকে দেওয়ার চেষ্টা করেছেন তিনি।
দ্য ওয়াল ব্যুরো: আরজি কাণ্ডের বর্ষপূর্তিতে নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। মিছিল আটকাতে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ রয়েছে। এমনকি নির্যাতিতার মা-বাবাকে মারধর করা হয়েছে, এমন অভিযোগও উঠেছে। কিন্তু এই অভিযান-অশান্তিতে আহত হয়েছেন কয়েকজন পুলিশকর্মীও!
এদিনের 'অরাজনৈতিক' অভিযান আটকাতে নবান্ন চত্বর কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল। মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। এদিন মিছিল শুরু হতেই বাধা দেয় পুলিশ। আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে এগোনর চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ।
দ্য ওয়াল ব্যুরো: নবান্ন অভিযানে 'আক্রান্ত' হয়ে হাসপাতালে ভর্তি আরজি করের নিহত তরুণী চিকিৎসকের মা (RG Kar victim's mother health update)। অভিযোগ, পুলিশের লাঠিচার্জে মাথায় আঘাত পেয়েছেন তিনি। তাই মাঝপথেই কর্মসূচি ছেড়ে হাসপাতালে যেতে হয়। তারপর কেটে গিয়েছে কয়েক ঘণ্টা। এখন কেমন আছেন তিনি।
হাসপাতাল সূত্রে খবর, নির্যাতিতার মায়ের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। তবে আজকের রাতে তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হবে। আগামিকাল তাঁকে কল্যাণী এইমসে স্থানান্তরিত করা হবে বলেও জানা গেছে।
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার ঘড়িতে তখন প্রায় রাত একটা। আরজি করের (RG Kar) মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের (RG Kar Rape and Murder Case) ঘটনার এক বছরের মাথায় কলেজস্ট্রিট থেকে মিছিল করেন জুনিয়র ডাক্তাররা। এর পর শ্যামবাজারে রাতভর সমাবেশে যোগ দেন নির্যাতিতার বাবা-মা। সেই থেকে শনিবারের নবান্ন অভিযান (Nabanna Abhijan), মেয়ের সুবিচারের দাবিতে কখনও স্লোগান তুলেছেন, কখনও বা মাইক নিয়েছেন হাতে কখনও ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে মুঠো উঁচিয়ে বোঝাতে চেয়েছেন, লড়াইয়ের মাঠ তাঁরা সহজে ছাড়বেন না।
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডের (RG Kar Case) প্রতিবার শনিবার হয়েছিল নবান্ন অভিযান (Nabanna Abhijan)। সেই ইস্যুতে পার্ক স্ট্রিটে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। বিক্ষোভকারীদের সঙ্গে বচসা চরম জায়গায় পৌঁছলে লাঠিচার্জ করে পুলিশ, অভিযোগ এমনই। পরে অবশ্য জানা গেছে, বিজেপি বিধায়ক অশোক দিন্দার (Ashok Dinda) বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে হুমকি দেওয়া এবং কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ না মানার অভিযোগ উঠেছে।
দ্য ওয়াল ব্যুরো: 'আজ একবছর আগে অভয়ার মৃত্যু হয়েছে। অভয়ার মা-বাবা (RG Kar Case) সেই একবছর ধরে রাস্তায় ঘুরছেন, এখনও পর্যন্ত তাঁরা কেউ বিচার পাননি। যদি আজকে বিচার পেতেন তাহলে আজ আমায় এখানে আসতে হত না। আমার তামান্না (Tamanna Khatoon) তাহলে আজকে হারাত না। আজ যদি ঠিকঠাক প্রশাসন বিচার করত তাহলে আজ আমাকে বিচারের জন্য আসতে হত না। নবান্ন অভিযানে সামিল হয়ে জানিয়েছিলেন কালীগঞ্জের ভোট (Kaliganj Election) হিংসায় নিহত তামান্নার মা। এবার তিনি 'কালীঘাট চলো' (Kalighat Cholo) অভিযানে শামিল।