দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডের (RG Kar Case) এক বছর পার হবে শনিবার, ৯ অগস্ট। সেইদিনই নবান্ন অভিযানের (Nabanna Abhijan) ডাক দিয়েছেন নির্যাতিতার বাবা-মা। তৃণমূল ছাড়া সব রাজনৈতিক দল এবং আমজনতাকে এই অভিযানে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা। তবে রাজ্য পুলিশ (State Govt Police) সাংবাদিক বৈঠক (Press Conference) করে জানিয়েছে, নবান্ন অভিযানের কোনও অনুমতি নেওয়া হয়নি। তবে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে শান্তিপূর্ণ আন্দোলন হলে তাঁরা বাধা দেবেন না। কিন্তু হিংসাত্মক প্রতিবাদ হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।