দ্য ওয়াল ব্যুরো: আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের (RG Kar Case) এক বছর পেরোলেও ন্যায়বিচার মেলেনি— এই অভিযোগে ফের পথে নামলেন জুনিয়র ডাক্তাররা। শুক্রবার রাতভর শ্যামবাজার পাঁচমাথার মোড়ে মশাল হাতে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। সেখানে উপস্থিত হয়ে তীব্র হুঁশিয়ারি দেন নির্যাতিতার মা-বাবা।
মঞ্চে উঠে অভয়ার মা বলেন, “আজও প্রতি রাতে মেয়ের কান্না শুনি। যতই ব্যারিকেড থাক, আগামিকাল (শনিবার) নবান্ন অভিযান (Nabanna Abhijan) হবেই। আমাদের সঙ্গে থাকার আহ্বান জানাই।”