দ্য ওয়াল ব্যুরো: নবান্ন অভিযানের (Nabanna Abhijan) দিন সকালে বদলে গেল হাওড়ার (Howrah)চেনা ছবি। নবান্নের আশেপাশে প্রশাসনের তরফে অজেয় দুর্গ তৈরি করা হয়েইছিল, বেলা গড়াতে বন্ধ করে দেওয়া হল দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজা (Second Hooghly Bridge )। টু-হুইলার ছাড়া কলকাতামুখী কোনও চারচাকা গাড়ি যেতে দেওয়া হচ্ছে না। গাড়ি চালকদের পাশাপাশি সমস্যায় পড়েছেন যাত্রীরাও। চারপাশে পুলিশের কড়া নজরদারি।