দ্য ওয়াল ব্যুরো: আজ, সোমবার ২৮ জুলাই নির্ধারিত নবান্ন অভিযানের (Nabanna Abhijan) আগে হাওড়ার চেহারাই পাল্টে গিয়েছে। কার্যত যুদ্ধকালীন প্রস্তুতি, কড়া নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে গোটা শহর। হাওড়া সিটি পুলিশের (Howrah City Police) তরফে জানানো হয়েছে, কোনও অবস্থাতেই আইনশৃঙ্খলা বিঘ্ন হতে দেওয়া হবে না। তাই শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ রাস্তা, বিশেষত নবান্নমুখী রুটে তৈরি হয়েছে ব্যারিকেড। প্রস্তুত জলকামান, রোবোকপ, কুইক রেসপন্স টিম, র্যাফ থেকে ড্রোন পর্যন্ত।