দ্য ওয়াল ব্যুরো: রাজ্য সরকার ও এসএসসি-র ‘নিয়োগ অবহেলা’র বিরুদ্ধে ফের রাস্তায় নামলেন চাকরি থেকে বঞ্চিত প্রার্থীরা (SSC Deprived Job Seekers)। এবার তাঁদের লক্ষ্য নবান্ন(Nabanna Abhijan)। সোমবার রাত থেকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। তারই মধ্যে মঙ্গলবার সকালে হাওড়া ময়দানে শরৎ সদনের সামনে জমায়েত হতে শুরু করেছেন এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি-র বহু চাকরিপ্রার্থী। তাঁদের স্পষ্ট ঘোষণা— “আর অপেক্ষা নয়, এবার নবান্ন ঘেরাও।”