দ্য ওয়াল ব্যুরো: বলিউডের 'মোস্ট এলিজিবল ব্যাচেলর' সলমন খান-এর ৬০ বছর ছুঁইছুঁই। জীবনে বহু প্রেম এলেও কেন তিনি আজও বিয়ে করলেন না, এই প্রশ্ন বলিউডে আজও ঘুরপাক খায়। সম্প্রতি সলমন নিজেই এর কারণ ফাঁস করে জানিয়েছেন যে, এক প্রবীণ বলিউড অভিনেত্রীর জন্যই নাকি তিনি বিয়ে করেননি!
তবে সেই নায়িকা দীর্ঘদিনের প্রেমিকা ঐশ্বর্যা রাই বচ্চন বা ক্যাটরিনা কাইফ নন। সলমনের দেওয়া তথ্যানুযায়ী, তিনি হলেন কিংবদন্তী অভিনেত্রী রেখা।
#REL
