দ্য ওয়াল ব্যুরো: পুজোর আগে রাজ্যজুড়ে বৃষ্টি চলতে থাকবে, তবে সব জায়গায় একসাথে ভিজবে না। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এটা বলা সম্ভব। তবে দুর্গাপুজোর সময় ১০০ শতাংশ বৃষ্টিপাত হবে কি না, তা এখনও নিশ্চিত নয়। ফলে দুর্গাপূজার আগে আবহাওয়ার মতিগতি নিয়ে চিন্তায় রাজ্যবাসী। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে, যার ফলে আবহাওয়ায় অস্বস্তি বাড়ছে।