দ্য ওয়াল ব্যুরো: মৌসুমী অক্ষরেখা ফের সক্রিয় হয়েছে, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর। এর সঙ্গে রয়েছে একটি সুস্পষ্ট নিম্নচাপ যা এখন ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছে। পাশাপাশি পঞ্জাব থেকে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি সিয়ার লাইন। এই আবহজনিত কারণেই উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি চলবে আগামী কয়েকদিন ধরে।