দ্য ওয়াল ব্যুরো: শচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) মেয়ে সারা-কে নিয়ে সোশাল মিডিয়ায় যতটা আগ্রহ দেখা যায়, ততটা ছেলে অর্জুন তেন্ডুলকরকে (Arjun Tendulkar) নিয়ে নয়। এহেন অর্জুন শেষমেশ লক্ষ্যভেদ করেছেন। ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের উপস্থিতিতে, একান্ত পরিসরে, অর্জুন সম্প্রতি বাগদান সেরেছেন মুম্বইয়ের প্রভাবশালী ব্যবসায়ী পরিবারের মেয়ে সানিয়া চন্দকের (Saaniya Chandok) সঙ্গে। যদিও দুই পরিবারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবে একাধিক সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে।