দ্য ওয়াল ব্যুরো: বছর পনেরোর পৃথ্বী শ যখন ক্রিকেটের বড় মঞ্চে আত্মপ্রকাশ করছেন, তখন থেকেই তিনি রীতিমতো চর্চায়। এক হাতে রেকর্ড ভাঙছেন, অন্য হাতে রেকর্ড গড়ছেন। বয়স যখন আঠারো বছর, তখন অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের অধিনায়কত্ব অর্জন। দেশকে বিশ্বকাপও জেতান। যার সুবাদে সিনিয়র টিমের হয়ে টেস্টে অভিষেক এবং প্রথম সুযোগেই সেঞ্চুরি!