দ্য ওয়াল ব্যুরো: গম্ভীর-গিল জুটির অধীনে লিডসে প্রথম টেস্টে হারার পর সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল। দল নির্বাচন থেকে শুরু করে ক্রিকেটারদের মানসিকতা, সব কিছুই ছিল আতস কাচের তলায়। কিন্তু দ্বিতীয় টেস্টে এজবাস্টনে (
দ্য ওয়াল ব্যুরো: বছর পনেরোর পৃথ্বী শ যখন ক্রিকেটের বড় মঞ্চে আত্মপ্রকাশ করছেন, তখন থেকেই তিনি রীতিমতো চর্চায়। এক হাতে রেকর্ড ভাঙছেন, অন্য হাতে রেকর্ড গড়ছেন। বয়স যখন আঠারো বছর, তখন অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের অধিনায়কত্ব অর্জন। দেশকে বিশ্বকাপও জেতান। যার সুবাদে সিনিয়র টিমের হয়ে টেস্টে অভিষেক এবং প্রথম সুযোগেই সেঞ্চুরি!
দ্য ওয়াল ব্যুরো: টেস্ট ক্রিকেটে এখনও পর্যন্ত সাকুল্যে ২ হাজার ৫৮৬টি ম্যাচ খেলা হয়েছে। আর ভাবতে অবাক লাগলেও সত্যি—তার মধ্যে শচীন তেন্ডুলকর এবং জেমস অ্যান্ডারসন মিলিয়ে নেমেছেন ৩৮৮টি টেস্টে। অর্থাৎ, হিসেবমতো মোট টেস্টের ১৫ শতাংশ দুই দেশের দুই কিংবদন্তি ক্রিকেটার মিলে খেলে ফেলেছেন!
দ্য ওয়াল ব্যুরো: ট্রফির নাম বদলে জুড়ে গেল তাঁর নাম। অথচ তিনি জানতেন পর্যন্ত না। খবরে চাউর হতে নজরে আসে। তারপর যোগাযোগ করেন, জানান নিজের আপত্তির কথা। পতৌদি ট্রফির নাম পরিবর্তন বিতর্কে এভাবেই নিজের অবস্থান পরিষ্কার করলেন শচীন তেন্ডুলকর।
দ্য ওয়াল ব্যুরো: প্রতিভা বিষম বস্তু। একে কাজে লাগাতে পারলে, পরিশ্রমে নিজেকে নিংড়ে দিলে কী হয়, তার দৃষ্টান্ত শচীন তেন্ডুলকর। আর প্রতিভাকে অপচয়ে করলে অন্তিম ফল কী দাঁড়ায়, সেই নমুনার নাম বিনোদ কাম্বলি।
সম্প্রতি মুম্বইয়ে শৈশবের শিক্ষাগুরু রমাকান্ত আচরেকরের মেমোরিয়াল উদ্বোধনী মঞ্চে হাজির হন কাম্বলি। হাজির হলেও শরীরের হালত যে স্বাভাবিক ছিল না, সেটা দাঁড়ানোর ভঙ্গিমা দেখেই ধরে ফেলেন অনেকে। তারপর যখন টলমল পায়ে এগিয়ে যান বাল্যবন্ধু শচীনের দিকে, তখন সন্দেহ ঘনীভূত হয়।
দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ডের (England) আইকনিক ওভাল মিউজিয়ামে (Oval Museum) জায়গা করে নিল শচীন তেন্ডুলকরের (Sachin Tendulkar) জার্সি থেকে শুরু করে বিরাট কোহলির (Virat Kohli) গ্লাভস। সবেতেই ক্রিকেটারদের সই করা। ওভাল ময়দানের ১৮০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে এমনই কিছু স্মারকের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছে সারে ক্রিকেট ক্লাব (Surrey Cricket Club)। যারা ঘরের মাঠ হিসেবে ওভালকে ব্যবহার করে থাকে।