দ্য ওয়াল ব্যুরো: দেশের একমাত্র ক্রীড়াবিদ হিসেবে ভারতরত্ন পেয়েছেন শচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। ২০১৩ সালে ক্রিকেট থেকে অবসর নেন মাস্টার ব্লাস্টার। পরের বছর, ২০১৪ সালে লাভ করেন ভারতরত্ন খেতাব (Bharatratna)। কেন্দ্রের প্রস্তাবে অনুমোদন দেন তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় (Pranab Mukhopadhyay)। এরপর সময় গড়িয়েছে। কিন্তু না ক্রিকেট, না অন্য কোনও ময়দান—খেলার জগতের কারও হাতে দেশের সর্বোচ্চ খেতাব জোটেনি।
দ্য ওয়াল ব্যুরো: একটি সুতো। তাতে জড়িয়ে বাবার স্মৃতি। পিতৃত্বের ঘ্রাণ। সুতো হিসেবে তার কদর কতটুকু? কিন্তু ব্যক্তিগত আবেগ আর অনুভূতির চোখে দেখলে একফালি সুতোই দুই প্রজন্ম আর দুটি সত্তার নাড়ির বাঁধন বেঁধে দেয়।
শচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ২০১৩ সালে অবসর নেওয়ার সময় (Sachin Tendulkar Retirement) ড্রেসিং রুমে আর সবাই যখন রংচঙে উপহার বাড়িয়ে দিচ্ছেন, তখনই নীরবে-নিভৃতে বিদায়ী কিংবদন্তির হাতে প্রয়াত বাবার ছেড়ে যাওয়া কাপড়ের সামান্য সুতো তুলে দেন বিরাট কোহলি (Virat Kohli)। দামের নিরিখে যার সিকিমাত্র মূল্য নেই, অথচ ব্যক্তিগত স্মৃতির কুঠুরি থেকে নিয়ত উত্তাপ ছড়ায়!