দ্য ওয়াল ব্যুরো: পাহাড়ি ঝর্ণার সৌন্দর্য দেখতে এসে ভয়ংকর ঘটনা। বিহারের গয়ার ( Bihar's Gaya) লাঙ্গুরিয়া ঝরনার কাছে মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন ছ’জন মহিলা। আচমকা নেমে আসা জলের তীব্র ধাক্কায় তাঁরা প্রায় ভেসে যাচ্ছিলেন (6 Women Slip On Top Of Waterfall), ঠিক তখনই স্থানীয়দের উদ্যোগে তাঁদের প্রাণ বাঁচল।
এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় (Video viral on social media) ছড়িয়ে পড়ে। প্রায় দু'মিনিটের সেই ভিডিও ক্লিপে দেখা যায়, ঝরনার মাঝখানে আটকে রয়েছেন ছ’জন মহিলা। চারপাশে হঠাৎই জলের স্রোত বাড়তে থাকে।