দ্য ওয়াল ব্যুরো: একদিকে সহজ জয়, অন্যদিকে রুদ্ধশ্বাস লড়াই। দুটো আলাদা ধাঁচের অভিজ্ঞতা নিয়ে পুরুষ বিভাগে কার্লোস আলকারাজ ও মহিলা বিভাগে আরিনা সাবালেঙ্কা উইম্বলডনের সেমিফাইনালে পৌঁছলেন।
দ্য ওয়াল ব্যুরো: সোমবার উইম্বলডনে বিশ্ব টেনিস র্যাঙ্কিংয়ে এক নম্বর ইয়ানিক সিনারের বিপক্ষে দুর্দান্ত খেলছিলেন গ্রিগর দিমিত্রভ। এগিয়েও ছিলেন দুই সেটে (৬-৩, ৭-৫)। তৃতীয় সেটে স্কোর যখন ২-২, তখন হঠাৎ চোট এবং অকথ্য যন্ত্রণা। যে কারণে ম্যাচ ছেড়ে দিতে বাধ্য হন বুলগেরিয়ান তারকা। ওয়াকওভার পেয়ে পরের রাউন্ড অর্থাৎ, কোয়ার্টার ফাইনালের টিকিট পাকা করেন সিনার।
দ্য ওয়াল ব্যুরো: তুলনার কমতি নেই। দুজনই স্পেনীয়। দুজনেই রিয়াল মাদ্রিদের সমর্থক। ফরাসি ওপেনের ক্লে কোর্ট প্রিয় বধ্যভূমি। বছর বাইশে ‘নায়ক’ পাঁচখানা গ্র্যান্ড স্ল্যাম (Grand Slam) দখল করেছিলেন। আর তাঁর সুযোগ্য ভাবশিষ্যও একই পথের পথিক। একই বয়সে সমসংখ্যক গ্র্যান্ড স্ল্যাম হাতে তুলেছেন।
খাতায়-কলমে হিসেব, রেকর্ড, ইতিহাস, পরিসংখ্যান এক জিনিস। আর কাজে করে দেখানো আরেক। না হয় খেতাবের সংখ্যা, পছন্দের তালিকায় মিল থাকল। কিন্তু খেলার ধরন? কোর্টে মুভমেন্ট? মানসিক স্থৈর্য? সংযম? এগুলো কতদূর এক? আদৌ মিল আছে কী?
দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেট ইউরোপে মোটেও জনপ্রিয় খেলা নয়। কোনও ক্রিকেট তারকা সেখানে সেভাবে পরিচিত মুখও নন।
কিন্তু খেলোয়াড়ের নাম যখন বিরাট কোহলি, তখন না চাইতেও ব্যাট-বলের যুদ্ধ দেখতে টিভির পর্দায় চোখ রাখতেই হয়! আর পেশায় ধারাভাষ্যকার হলে টেনিস কোর্টের কমেন্ট্রি বক্সে বসে একজন উদীয়মান নক্ষত্রের তুলনায় টেনে আনতেই হয় বিরাটের অনুষঙ্গ!
দ্য ওয়াল ব্যুরো: এভাবেও তাহলে ফিরে আসা যায়। ভারতীয় সময় অনুযায়ী রবিবার রাতে প্যারিসের ফিলিপ সতিয়েরঁ কোর্টে কার্লোস আলকারাজ (Carlos Alcaraz) প্রথম দুই সেটে হেরে যাওয়ার পর তাঁর পরম ভক্