দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ড-ভারত চলতি টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচের (England vs India Third Test) দ্বিতীয় দিন শুরু থেকেই লর্ডসে (Lords) শুরু হয়ে গিয়েছিল জসপ্রীত বুমরাহর দাপট। প্রথম দিন ৯৯ রান করে অপরাজিত ছিলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক জো রুট (Joe Root)। এদিন তিনি শতকের দেখা পেলেও ইনিংস দীর্ঘায়িত করতে পারেননি। ১০৪ রান করে বুমরাহর বলে বোল্ড হন তিনি।