দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গ (West Bengal) থেকে বিদায় নিয়েছে বর্ষা (Rainy Season)। আবহাওয়া দফতরের (Weather Office) তরফে এই বার্তাই মিলেছে। কিন্তু বর্ষা গেলেও বৃষ্টি যাচ্ছে না! আবারও বঙ্গোপসাগরে (Bay of Bengal) তৈরি হচ্ছে নতুন নিম্নচাপ (Low Depression)। এর ফলে আবার ভাসতে পারে গোটা বাংলা। অর্থাৎ পুরোদমে শীত পড়ার আগে বৃষ্টিতে ভিজবে পশ্চিমবঙ্গ।