দ্য ওয়াল ব্যুরো: শরতের শুরুতেই ফের সক্রিয় মৌসুমি বায়ু। বিহার এবং উত্তর বাংলাদেশে তৈরি হয়েছে দুটি ঘূর্ণাবর্ত। এর ফলে সাগর থেকে ক্রমাগত জলীয় বাষ্প ঢুকছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তরবঙ্গের আকাশে মেঘের ঘনত্ব আরও বাড়বে। আগামী ৪৮ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ সতর্কতা জারি হয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার জন্য, যেখানে অতিভারী বৃষ্টির আশঙ্কা বেশি। পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকিও বাড়তে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা (Weather Update Of Bengal)।