দ্য ওয়াল ব্যুরো, দার্জিলিং: গত কয়েকদিনের প্রবল বৃষ্টির জেরে মঙ্গলবার সকালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেবক থেকে রংপু রেল প্রকল্পের ৭ নম্বর টানেলের সামনের দিকের বিশাল গার্ড ওয়াল।
সেবক থেকে প্রতিবেশী রাজ্য সিকিমের সঙ্গে রেলপথে যোগাযোগের জন্য জোর কদমে কাজ চলছে। রবিঝোড়া এলাকায় সোমবার ৭ নম্বর টানেলের সামনের দিকে স্লোপ প্রোটেকশন ওয়ালে ফাটল ধরা পড়েছিল। মঙ্গলবার সকালে সম্পূর্ণ দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।
#REL