দ্য ওয়াল ব্যুরো: জরুরি অবস্থা (emergency) নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) সমালোচনার কড়া জবাব দিল কংগ্রেস (Congress)। ইন্দিরা গান্ধীর (Indira Gandhi) পার্টির পাল্টা অভিযোগ তুলেছে নরেন্দ্র মোদীর শাসনাধীন বিগত ১১ বছর যাবত দেশে অযোঘিত জরুরি (undeclared emergency) অবস্থা চলছে।