দ্য ওয়াল ব্যুরো: আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনার (Ahmedabad Plane Crash) তদন্ত রিপোর্ট সামনে আসার পরে বড় পদক্ষেপ নিতে চলেছে ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ (DGCA)। ভারতে চলা সব বোয়িং ৭৮৭ বিমানের 'ফুয়েল সুইচ' (Fuel Switch) এবং তার 'লকিং মেকানিজম' খতিয়ে দেখার নির্দেশ দিতে চলেছে তারা।