দ্য ওয়াল ব্যুরো: চ্যাম্পিয়নস লিগের লিগ-পর্বে বুধবারের রাত ছিল নাটকীয়তায় ভরা। লিভারপুল (Liverpool) ঘরের মাঠে অপমানজনকভাবে হারল পিএসভি আইন্দহোভেনের (PSV Eindhoven) কাছে। অন্যদিকে আর্সেনাল (Arsenal) দশ বছর পর বায়ার্ন মিউনিখকে (Bayern Munich) পরাস্ত করে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে বসল। একই রাতে জিতেছে রিয়াল মাদ্রিদ (Real Madrid) এবং পিএসজি-ও (PSG)।