দ্য ওয়াল ব্যুরো: দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ১৩৭ রানের ইনিংস খেললেন কেএল রাহুলও (KL Rahul)। তবে বাকি ব্যাটারদের ব্যর্থতায় ভারতের ইনিংস শেষ হয়ে গেল ৩৬৪ রানে। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতের মিডিল এবং লোয়ার ব্যাটিং লাইনআপ। তাই জোড়া শতরান সত্ত্বেও চতুর্থ দিন শেষে কখনওই বলা যাচ্ছে না অ্যাডভান্টেজ ভারত।