দ্য ওয়াল ব্যুরো: অভিষেক বচ্চন–ঐশ্বর্যা রাই বচ্চনের ডিভোর্সের গুঞ্জন বহু দিন ধরেই বলিউডে চর্চার কেন্দ্রবিন্দু। ২০২৪ সালের জুলাইয়ে অনন্ত আম্বানির বিয়েতে দু’জনকে আলাদাভাবে উপস্থিত হতে দেখা মাত্রই সেই গুঞ্জন আরও জোরালো হয়। সোশ্যাল মিডিয়ায় শুরু হয় বিচ্ছেদের নানান জল্পনা। যদিও অভিষেক–ঐশ্বর্যা বা বচ্চন পরিবারের কেউই এত দিন এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করেননি। অবশেষে নীরবতা ভাঙলেন অভিষেক। জানালেন, পরিবার সম্পর্কে কোনও বাজে কথা তিনি বরদাস্ত করবেন না।