দ্য ওয়াল ব্যুরো: বলিউড কিংবদন্তি দিলীপ কুমার এবং শাহরুখ খানের মধ্যে সম্পর্ক ছিল অত্যন্ত গভীর ও স্নেহের। দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানু প্রায়ই শাহরুখকে তাঁদের 'সন্তান'-এর মতো মনে করতেন এবং শাহরুখও শেষ দিন পর্যন্ত নিয়মিত দিলীপ কুমারের সঙ্গে দেখা করতেন। কিন্তু খুব কম লোকই জানেন যে একবার দিলীপ কুমার নাকি শাহরুখ খানকে "চড় মেরেছিলেন"!