দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্র। সোমবার দুপুরে মুম্বইয়ের জুহুতে ধর্মেন্দ্রের (Dharmendra Death News) বাড়ির সামনে হঠাৎ একটি অ্যাম্বুল্যান্স থামতেই যেন চারদিকে ছড়িয়ে পড়ল উৎকণ্ঠা। একটি বলিউড নির্ভর (Bollywood News) ইনস্টাগ্রাম পেজ সেই ভিডিওটি শেয়ার করার পর মুহূর্তে ভাইরাল (Viral News) হয়ে যায়, আর উদ্বিগ্ন হয়ে ওঠেন কোটি কোটি ভক্ত। ভিডিওতে দেখা গিয়েছে, অ্যাম্বুল্যান্সটি ধীরে ধীরে এগিয়ে এসে দাঁড়াচ্ছে অভিনেতার বাসভব
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি মুম্বইতে অনুষ্ঠিত গ্লোবাল পিস অনার্স ২০২৫ (Global Peace Honours 2025) অনুষ্ঠানে অভিনেতা শাহরুখ খান (Shah Rukh Khan)-এর দেওয়া একটি বক্তৃতা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) হয়েছে। তাঁর এই বক্তৃতায় অভিনেতা দেশের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং দেশের সাহসী সৈন্যদের সাহস ও আত্মত্যাগকে কুর্ণিশ জানান।
দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা এবং তাঁর স্বামী জাহির ইকবালকে ঘিরে গর্ভাবস্থার জল্পনা বেশ কিছুদিন ধরেই চলছে। বিশেষ করে এই বছর দীপাবলির পার্টিগুলিতে একসঙ্গে উপস্থিত হওয়ার পর বিষয়টি আরও বেশি আলোচিত হয়। তবে এবার অভিনেত্রী নিজেই এই গুজবগুলো উড়িয়ে দিয়ে স্পষ্ট জানিয়েছেন যে, এমন কিছু ঘটলে তিনিই প্রথম বিশ্বকে জানাবেন।
দ্য ওয়াল ব্যুরো: মারাঠি লোকশিল্পী বিঠাবাঈ ভাঊ মঙ্গ নারায়ণগাঁওকর-এর জীবনীর উপর ভিত্তি করে তৈরি হচ্ছে লক্ষ্মণ উটেকর পরিচালিত ছবি 'ঈথা'। এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর, যিনি শ্যুটিং চলাকালীন নাসিকে গুরুতরভাবে আহত হয়েছেন। রিপোর্ট অনুযায়ী, এই দুর্ঘটনার কারণে ছবির শ্যুটিং আপাতত স্থগিত রাখা হয়েছে।
দ্য ওয়াল ব্য়ুরো: বিগত এক বছর ধরে বলিউড পাড়ায় জল্পনা চলছে যে, অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চন এবং অভিনেতা অভিষেক বচ্চন-এর দাম্পত্য সম্পর্ক নাকি ভাল যাচ্ছে না। বিচ্ছেদের গুঞ্জনও শোনা যাচ্ছে। এমন পরিস্থিতিতে ঐশ্বর্যার একটি পুরনো পদক্ষেপের কথা ভাইরাল হয়েছে, যা শুনে ভক্তদের মনে প্রশ্ন উঠেছে, 'এত বড় স্বার্থত্যাগ কেন?'
বহু বছর আগে পরিচালক ফারহা খান তাঁর হাই-বাজেট ছবি 'হ্যাপি নিউ ইয়ার'-এর মুখ্য নারী চরিত্রের জন্য প্রথম অফারটি নিয়ে গিয়েছিলেন ঐশ্বর্যা রাই বচ্চনের কাছে। পরে সেই চরিত্রে অভিনয় করেন দীপিকা পাড়ুকোন।
দ্য ওয়াল ব্যুরো: ছবি মুক্তির আগেই বিতর্কে জড়িয়েছেন পরিচালক এস এস রাজামৌলি। ঈশ্বরকে নিয়ে তাঁর একের পর এক মন্তব্যের জেরে এই পরিস্থিতি তৈরি হয়েছে। সম্প্রতি 'বারাণসী' ছবির প্রচারমূলক অনুষ্ঠানে এসে রাজামৌলি নিজেকে নাস্তিক বলে ঘোষণা করেন এবং হনুমান ও শ্রী রামকে নিয়ে কিছু বিরূপ মন্তব্য করেন। এর পরেই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়।
এই বিতর্কের মধ্যে এবার রাজামৌলির পাশে এসে দাঁড়ালেন ইন্ডাস্ট্রির আরেক বিতর্কিত পরিচালক রাম গোপাল বর্মা। যারা রাজামৌলিকে আক্রমণ করছেন, তাদের উদ্দেশ্য করে রাম গোপাল বর্মা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের তারকাদের নিয়ে সাধারণের মধ্যে একটি ধারণা রয়েছে যে শুটিং ফ্লোরে নিজেদের ভ্যানিটি ভ্যান, পছন্দের খাবার বা অন্যান্য ব্যক্তিগত চাহিদা পূরণ না হলে তাঁরা মেজাজ হারান। কিন্তু বলিউডের দুই মহাতারকা আমির খান এবং সলমন খান নাকি এই 'স্টার ট্যান্ট্রাম' থেকে সম্পূর্ণ দূরে থাকেন। সম্প্রতি বলিউডের দুই কোরিওগ্রাফার, পীযূষ ভগৎ ও সাজিয়া শামজি, এই দুই খানের কাজের ধরন ও দায়বদ্ধতা নিয়ে মুখ খুলেছেন।
দ্য ওয়াল ব্যুরো: বলিউডে নিজের প্রথম ছবি 'কোম্পানি' (Company)-তে সুযোগ পাওয়ার জন্য অভিনেতা বিবেক ওবেরয় কতটা কঠিন পথ পাড়ি দিয়েছিলেন, সম্প্রতি সেই সময়ের স্মৃতিচারণ করেছেন তিনি। পিঙ্কভিলার সঙ্গে এক সাক্ষাৎকারে বিবেক তাঁর ডেবিউ-এর পেছনের অবিশ্বাস্য গল্পটি তুলে ধরেছেন।
বিবেক জানিয়েছেন, পরিচালক রাম গোপাল বর্মা (আরজিভি) শুরুতে তাঁকে তাঁর চরিত্র 'চান্দু নাগরে'-এর জন্য মানানসই মনে করেননি। কারণ, আরজিভি মনে করেছিলেন বিবেককে দেখতে 'খুব বেশি পলিশড' (Too polished), যা একজন গ্যাংস্টারের চরিত্রের সঙ্গে মানায় না।
দ্য ওয়াল ব্যুরো: অজয় দেবগন অভিনীত 'রেইড' ফ্র্যাঞ্চাইজির ভক্তদের জন্য বড় সুখবর। ২০১৮ সালে প্রথম কিস্তি এবং এই বছর দ্বিতীয় কিস্তি বক্স অফিসে ব্যাপক সফল হওয়ার পর, শোনা যাচ্ছে 'রেইড ৩' ছবির কাজ শুরু হতে চলেছে। সব ঠিক থাকলে, ছবিটি ২০২৬ সালের শেষের দিকে মুক্তি পেতে পারে।
পিঙ্কভিলার রিপোর্ট অনুযায়ী, 'রেইড ৩' ছবিটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, এবং এর আপডেটগুলি গোপন রাখা হচ্ছে। তবে সূত্রের খবর, ছবির তৃতীয় অংশটি আরও বড় চমক নিয়ে আসবে। পরিচালক রাজকুমার গুপ্তা পরিচালিত এই ছবিটি গল্পকে আরও জটিল এবং নাটকীয় স্তরে নিয়ে যাবে।