দ্য ওয়াল ব্যুরো: বলিউডের প্রবীণ অভিনেত্রী জয়া বচ্চন (Jaya Bachchan) যে অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ এবং ছেলে অভিষেক বচ্চন ও মেয়ে শ্বেতা বচ্চন-নন্দা ছোটবেলায় তাঁর কড়া শাসন মেনে চলতেন, তা সবারই জানা। তবে তিনি জানিয়েছেন, পুত্রবধূ ঐশ্বর্যা রাই বচ্চনের ক্ষেত্রে তিনি কখনও সেটা প্রয়োগ করেননি। সম্প্রতি এক নতুন সাক্ষাৎকারে তিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলার ভূমিকা এবং নিজের অভিভাবকত্ব নিয়ে আরও বিস্তারিতভাবে কথা বলেছেন।