দ্য ওয়াল ব্যুরো: প্রতিপক্ষ যখন পাঁচ উইকেট খুইয়ে ধুঁকছে, তখন মাত্র দুটো স্লিপ রাখার মানে কী? প্রশ্ন ছুড়লেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ডেভিড লয়েড। সওয়াল তুললেন অধিনায়ক শুভমান গিলের রক্ষণাত্মক স্ট্র্যাটেজি নিয়ে।
দ্য ওয়াল ব্যুরো:বুধবার থেকে বার্মিংহামের এজবাস্টনে শুরু ইংল্যান্ড-ভারত পাঁচ টেস্টের সিরিজের দ্বিতীয় ম্যাচ (England vs India, Edgbaston Test)। প্রথম টেস্টে হেরে সিরিজে পিছিয়ে রয়েছে টিম
দ্য ওয়াল ব্যুরো: বোঝা গেল গুঞ্জন সত্যি ছিল। জসপ্রীত বুমরাহকে ছাড়াই প্রথম একাদশ ঘোষণার যে রব উঠেছিল তাতে সিলমোহর পড়ল। এজবাস্টনে টসে হেরে অধিনায়ক শুভমান গিল জানিয়ে দিলেন দলের এক নম্বর পেসার খেলছেন না। বদলে আকাশ দীপ মাঠে নামবেন।
দ্য ওয়াল ব্যুরো: সফর শুরুর আগে তাঁকে ঘিরে যে সহানুভূতি ও আবেগের হাওয়া বইছিল, দুটো খারাপ পারফরম্যান্সের পর তা আপাতত উধাও! করুণ নায়ার কামব্যাক করেছেন সরবে। সাত বছর বাদে জাতীয় দলে প্রত্যাবর্তন। কিন্তু হেডিংলে টেস্টে ছ’নম্বরে ব্যাট করতে নেমে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন। প্রথম ইনিংসে খাতা না খুলেই আউট। দ্বিতীয় ইনিংসে কুড়ির কোঠাও পেরতে পারেননি!
আর এরপরই তাঁকে এজবাস্টন টেস্টে না খেলানোর পক্ষে জোর সওয়াল উঠেছে সমাজমাধ্যমে। একজন এক্স-হ্যান্ডেলে লিখেছেন, ‘করুণ নায়ার, তুমি একটা সুযোগের প্রার্থনা করেছিলে। গৌতম গম্ভীর দুটো দিয়েছেন। আর তারপরেও তুমি দুটোই হেলায় হারিয়েছ!’
দ্য ওয়াল ব্যুরো: শুধুমাত্র জসপ্রীত বুমরাহর কাঁধে ভর দিয়ে থাকলে চলবে না। বাকিদেরও দায়িত্ব নিতে হবে। অকাতরে রান বিলিয়ে দিলে বিপদ, তাতে বুমরাহর চাপ আরও বাড়বে।
আগামী টেস্ট, যা দোসরা জুলাই এজবাস্টনে শুরু হতে চলেছে, সেখানে বল হাতে জসপ্রীত বুমরাহকে ছুটতে দেখা যাবে না। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য নিজেকে সরিয়ে নিয়েছেন দলের এক নম্বর পেসার। বদলি কে? তাই নিয়ে এখনও সমাধানে পৌঁছয়নি টিম ম্যানেজমেন্ট। যদিও বিশেষজ্ঞদের মতে, দুই বিকল্প অর্শদীপ ও আকাশদীপের মধ্যে প্রথমজনের পাল্লা ভারী।